সুলতানি যুগে ইকতা থেকে যারা রাজস্ব সংগ্রহ করত তাদেরকে বলা হত ‘ মুকতি ’ এবং সাধারণভাবে ইকতাদার কখনো কখনো এরা ‘ ওয়ালী ’ বা ‘ উলিয়াৎ ’ নামেও অভিহিত ছিলেন । নিজাম উল মুলক তাঁ র ‘ সিয়াসৎ নামা ’ গ্র ন্থে ইকতা প্রথার গুরুত্বপূর্ণ ও মৌলিক বৈশিষ্ট্য হি সা বে ইকতাদার বা মুকতির কিছু কর্তব্যের উল্লেখ করেছেন । ইকতার প্রাপক মুকতি নিয়মিত রাজস্ব আদায় ছাড়া প্রজাদের উপর অন্য কোন অধিকার বা দাবি আরোপ করতে পারতেন না । জমি ও কৃষকদের উপর মুকতির কোনো স্থায়ী অধিকার ছিল না । তবে মুকতি সুলতানের ইচ্ছানুসারে ইকতা থেকে আদায়ীকৃত রাজস্বের একাংশ ভাগ করতে পারতেন । বিনিময়ে তিনি একটি সেনাবাহিনী পোষণ করতেন ও সুলতানের প্রয়োজনে এই বাহিনী দ্বারা তাকে সাহায্য করতেন । ডঃ ইরফান হাবিব এর ভাষায় the Muqti was thus tax collected at army paymasters also commanders ruled into one. সুলতানি যুগের ইকতা ব্যবস্থার বিবর্তনের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুকতি বা ইকতাদারদের উপর কেন্দ্রের কঠোর নজরদারি ব্যবস্থা অবলম্বন করতে আবার কখনো বিকেন্দ্রীকরণের ফলে মুকতির স্বাধীনতা বৃদ্ধি ঘটত । ইলতুৎ...