সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মুকতি কাদের বলা হয়? সুলতানি যুগে তাদের ভূমিকা কি?

    সুলতানি যুগে ইকতা থেকে যারা রাজস্ব সংগ্রহ করত তাদেরকে বলা হত ‘ মুকতি ’ এবং সাধারণভাবে ইকতাদার কখনো কখনো এরা ‘ ওয়ালী ’ বা ‘ উলিয়াৎ ’ নামেও অভিহিত ছিলেন । নিজাম উল মুলক তাঁ র ‘ সিয়াসৎ নামা ’ গ্র ন্থে ইকতা প্রথার গুরুত্বপূর্ণ ও মৌলিক বৈশিষ্ট্য হি সা বে ইকতাদার বা   মুকতির কিছু কর্তব্যের উল্লেখ করেছেন । ইকতার প্রাপক মুকতি নিয়মিত রাজস্ব আদায় ছাড়া প্রজাদের উপর অন্য কোন অধিকার বা দাবি আরোপ করতে পারতেন না । জমি ও কৃষকদের উপর মুকতির কোনো স্থায়ী অধিকার ছিল না । তবে মুকতি সুলতানের ইচ্ছানুসারে ইকতা থেকে আদায়ীকৃত রাজস্বের একাংশ ভাগ করতে পারতেন । বিনিময়ে তিনি একটি সেনাবাহিনী পোষণ করতেন ও সুলতানের প্রয়োজনে এই বাহিনী দ্বারা তাকে সাহায্য করতেন । ডঃ ইরফান হাবিব এর ভাষায় the Muqti was thus tax collected at army paymasters also commanders ruled into one. সুলতানি যুগের ইকতা ব্যবস্থার বিবর্তনের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুকতি বা ইকতাদারদের উপর কেন্দ্রের কঠোর নজরদারি ব্যবস্থা অবলম্বন করতে আবার কখনো বিকেন্দ্রীকরণের ফলে মুকতির   স্বাধীনতা বৃদ্ধি ঘটত । ইলতুৎ...

গজনীর সুলতান মামুদের থেকে মহম্মদ ঘুরীর আক্রমণ

  গজনীর সুলতান মামুদের থেকে মহম্মদ  ঘুরীর  আক্রমণ  কোন কোন ক্ষেত্রে ভিন্ন ছিল । ঘুরী র সাফল্যের কারণগুলি কি ছিল ? ভারতের বিরুদ্ধে আরবের সামরিক অভিযানের ব্যাপ্তি ছিল সীমিত এবং স্থায়িত্ব ছিল স্বল্প । পশ্চিম সীমান্তে র মুলতান ও সিন্ধু ছাড়া অন্য কোন অঞ্চলে তাদের কর্তৃত্ব সম্প্রসারিত হয় নি । কিন্তু আরবদের দৃষ্টান্ত অনুসরণ করে পরবর্তীকালে তু র্কী রা ভারতের বিরুদ্ধে বিশাল ও ব্যাপক অভিযান পরিচালনা করেছিল । এই কাজের সূচনা করেন আফগানিস্থানের অন্তর্গত গজনীর তু র্কী মুসলমানগণ । গজনীর সুলতান মামুদ ও মহম্মদ ঘুরীর অভিযানের মধ্য দিয়ে ভারতে তুর্কি মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল । তবে দুজনের আক্রমণের চরিত্র কেমন ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতান্ত রে র সৃষ্টি হয়েছে ।   সুলতান মামুদ ও মহম্মদ ঘুরীকে পাশাপাশি রেখে আলোচনা করলে দেখা যাবে যে এরা দুজনে ভিন্ন পরিস্থিতিতে যুদ্ধ করেছিলেন । এমনকি দুজনের ভারত অভিযানের রাজনৈতিক ও সামরিক লক্ষ্যও পুরোপুরি এক ছিল না। তাসত্ত্বেও কয়েকটি ক্ষেত্রে দুজনের মধ্যে কিছু মিল দেখা যায় । দুজনেই ছিলেন বহিরাগত মুসলমান এবং ভারত...

পঞ্চদশ শতকের শেষভাগে ইউরোপের মানচিত্র নির্মাণের বিকাশ

  সমুদ্র যাত্রা শুরুর প্রথম দিক থেকেই সমুদ্রপথ জানবার প্রচেষ্টায় যেমন ক্রমশ কম্পাস , অ্যা স্ট্রোল্যাব প্রভৃ তি আবিষ্কৃত হতে শুরু করেছিল , তেমনি ইউরোপে মানচিত্র রচনা র পর্যায়টি ও শুরু হয়েছিল নতুন করে । মানচিত্র নির্মাণের ইতিহাস অতি প্রাচীন । পর্তুগাল প্রথম এবিষয়ে উদ্যোগ গ্রহণ করে । তবে ক্রুসেডেরও আগে ইতালির নাবিকরা পূর্ব ভূমধ্যসাগরে যে অভিযান করেছিল তাতে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলের সঙ্গে পরিচিত হয়ে কয়েকটি মানচিত্র তৈরি করে ।   পর্তুগালের রাজা প্রিন্স হেনরী দ্য ন্যা ভিগেটর প্রথম নৌবিদ্যা শেখানোর যে স্কুল খুলেছিলেন ১৪১৬ খ্রিস্টাব্দে সেখানে মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছিল । আরবি য় দের কাছ থেকে মানচিত্র রচনা সংক্রান্ত কাজ ইউরো প গ্রহণ করে । প্রিন্স হেনরী দ্য ন্যা ভিগেটর ছিলেন ইউরোপে মানচিত্র নির্মানের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আরবি য় দের কাছ থেকে ইহুদিরা এবং ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানরা মানচিত্র নির্মাণে উৎসাহ দেখিয়েছিল । ১৯২৯ খ্রিস্টাব্দে কন স্ট্যা ন্টিনোপলের পুরনো রাজ প্রাসাদের একটি কক্ষ থেকে চামড়ার উপর আঁকা একটি পুরানো মানচিত্র পাওয়া...

ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগালের ভূমিকা

  ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতনের সময় থেকেই ইসলাম ইউরোপে ছড়িয়ে পড়েছিল । খুব দ্রুত তারা মিশর এবং সিরিয়া দখল করে নেয়। এভাবে ক্র মশ ই মধ্য ইউরোপের ওপর চাপ সৃষ্টি করতে থাকে । মধ্যকালীন ইউরোপের রাজনীতিতে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সামরিক ও ধর্মীয় শত্রুতা সবসময়ই এক বৈশিষ্ট্য হয়ে উঠেছিল । পঞ্চদশ শতকের ইউরোপের বিবর্তনের ইতিহাসে পর্তু গি জদের সামুদ্রিক অভিযান ও নানা দেশ আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা । মানচিত্র দেখলে বোঝা যায় ইউরোপের সমুদ্র যাত্রা শুরু হয়েছিল প্রথমে পর্তুগিজ নাবিকদের জাহাজের পালের হাওয়ায় । পর্তুগিজরা ছিল ইউরোপের পশ্চিম আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি দেশ । পর্তুগীজদের সামুদ্রিক অভিযান কে উৎসাহিত করেছিল কতগুলি বিষয় , যথা সমকালীন পর্তুগিজ রা জা দের পোষকতা , মানচিত্র অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ের পদ্ধতি র আবিষ্কার এবং সমুদ্র অভিযানের অন্যান্য যন্ত্রপাতি র আবিষ্কার , রাজনৈতিক স্থিরতা , নৌবিদ্যায় পারদর্শী তা , সোনা , রুপা , মূল্যবান হাতির দাঁত , ক্রীতদাস প্রভৃতির জন্য পা বাড়িয়েছিল অন্যদেশের অনুসন্ধানে ।   পর্তুগালের ভ...