প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য মুসলিম অভিযান পরিচালিত হয়েছিল সিন্ধু রাজ্যে। ইরাকের উম্ময়িদ শাসক হজ্জাজ বিন ইউসুফের আদেশে , তাঁর ভ্রাতুষ্পুত্র মহম্মদ বিন কাসেম ৭১২ খ্রিষ্টাব্দ নাগাদ সিন্ধু রাজ্য আক্রমণ করে দেবাল (সিন্ধুর মোহনার বন্দর নগর ) হায়দ্রাবাদ , সিস্তান, ব্রাহ্মনাবাদ এবং মুলতান জয় করেছিলেন । চাচনামা নামক গ্রন্থ থেকে জানা যায় যে , চাচ বংশীয় শাসক দাহির এবং পরে তাঁর পুত্র জয়সিংহ যথেষ্ট বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মহম্মদ বিন কাসিমের কাছে পরাজিত হয়েছিলেন । সিন্ধু অঞ্চলে আরবদের আধিপত্য অভ্যন্তরীণ গোলযোগের ফলে বেশী দিন স্থায়ী হয়নি ; ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল আরবদের সিন্ধু জয়কে ফলাফলহীন ঘটনা বলে চিহ্নিত করেছেন । পরবর্তী গুরুত্বপূর্ণ মুসলিম অভিযানের ঘটনা ঘটেছিল ১০০০ থেকে ১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে যখন গজনীর (আফগানিস্তানের একটি স্থান ) সুলতান মামুদ ১৭ বার ভারত আক্রমণ করেছিলেন । মধ্য এশিয়ার অভিযান পরিচালনার জন্য সম্পদ সংগ্রহ এবং ভারতীয় রাজাদের মধ্যে আতঙ্কের সঞ্চার করার উদ্দেশ্য নিয়ে সুলতান মামুদ প্রথমে আফগানিস্তানের শাহী বংশীয় রাজা জয়পালকে ওয...