মধ্যযুগীয় বিশ্বের ধর্মীয় ও সামাজিক কুসংস্কারে ঘেরা গ ন্ডি বদ্ধ জীবনের বাইরে মানুষকে টেনে আনতে পেরেছিল সমুদ্রযাত্রা এবং নতুন দেশ আবিষ্কারের প্রবণতা । সামুদ্রিক অভিযানের মধ্য দিয়ে নতুন নতুন দেশ আবিষ্কা রের ফলে আধুনিক পৃথিবীর দিকে মানুষ গতিশীল হয়ে পড়ে । ইউরোপে সমুদ্রযাত্রা এবং নতুন দেশ আবিষ্কা রের র প্রবণতা লক্ষ্য করা যায় । এই নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে নানা কারণ বিদ্যমান ছিল । নতুন বিশ্ব আবিষ্কারের কারণগুলির মধ্যে প্রথম হল নবজাগরণের প্রভাব । দ্বিতীয় হল বাণিজ্যিক উচ্চাশা এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীতা । মেনিস ও জেনোয়া প্রাচ্য দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করত । ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন ঘট লে তুর্কিদের জয়যাত্রা শুরু হয় । এর ফলে ভূমধ্যসাগরের পথ ইউরোপীয় জাতিগুলির কাছে বন্ধ হয়ে যায় । যার কারণে ইউরোপীয় জাতিগুলি প্রাচ্যদে শে যা তা যাতের বিকল্প পথের অনুসন্ধানের জন্য প্রচেষ্টা গ্রহণ করে । ইউরোপের পশ্চিমে সমুদ্র প্রান্তের দুটি দেশ স্পেন ও পর্তুগাল প্রথম অভিযানে বের হয়। নতুন দেশ আবিষ্কারের পেছনে তৃতীয় কারণ ছিল জা...