বিক্রম সম্বত ৫৮ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়। মধ্য ভারতে শকাব্দের পরিবর্তে বিক্রম সম্বত চলে আসছে । কিংবদন্তি অনুযায়ী রাজা বিক্রমাদিত্য এই সম্বত প্রবর্তন করেন। যদিও বিক্রমাদিত্য বলতে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ধরা হয় তবে তিনি পঞ্চম খ্রিস্টাব্দে জীবিত ছিলেন । সুতরাং ৫৮ খ্রিস্ট পূর্বাব্দে তিনি একটি অব্দ প্রচলন করেন তবে তা সম্বত হতে পারে না । অষ্টম খিষ্টাব্দে শকারি বিক্রমাদিত্যের কিংবদন্তি গড়ে উঠলে বিক্রম সম্বতের সঙ্গে তার নাম যুক্ত হয়ে যায় । সুতরাং এই সম্বতের উৎপত্তি কিভাবে হলো তা জানার কোনও সুনিশ্চিত উপায় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি । কিংবদন্তি অনুসারে বিক্রমাদিত্য নামে এক মহা ক্ষমতাশালী ও জ্ঞানী রাজা একদা উজ্জয়িনীতে রাজত্ব করতেন। তিনি সম্ভবতঃ এই সম্বতের প্রবর্তন করেছিলেন । জৈন লেখক মেরুত্তুঙ্গের ম তে বিক্রমাদিত্য শকদের বিজিত করে উজ্জয়নী অধিকার করেন এবং বিক্রম সম্বত চালু করেন। কিন্তু কিংবদন্তির এই বিক্রমাদিত্যের অস্তিত্ব সম্পর্কে কোন ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না । জৈন লেখক মে রু ত্তুঙ্গ খুবই পরবর্তী যুগের লেখক ছিলেন , তাই এক্ষেত্রে ...