গ্রিক মহাকাব্যের হেলেন , রামায়ণের সীতা ও মহাভারতের দ্রৌপদীর সৌন্দর্য যেমন তদানীন্তন রাষ্ট্রব্যবস্থাকে প্রভাবিত করেছিল , তেমনি মুঘল আমলে অসামান্য রূপসী নূ রজাহান তাঁ র রূপের জালে সম্রাট জাহাঙ্গীর ও তাঁ র রাষ্ট্রব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিল । মধ্য যুগে ভারতীয় ইতিহাসে যে কজন নারী রাজনীতির আঙিনায় পদ সঞ্চা রণ করেছিল তাঁ দের মধ্যে সর্বাধিক বিতর্কিত ব্যক্তিত্ব হলেন নূ রজাহান । ড . বেণী প্রসাদ যাঁ কে মধ্যযুগের ভারত ইতিহাসে সবচেয়ে রোমান্টিক ব্যক্তিত্ব বলেছেন । রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণের ব্যাপারে নূ রজাহানের সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে । জাহাঙ্গী রে র উপরে তাঁ র ব্যক্তিগত প্রভাব কী ভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব পর্যন্ত বিস্তৃত হয় তা নিয়ে । এই স্বভাবের আশু ফল হিসাবে যা বলা যায় বা দেখা যায় তা হ ল তাঁ র নিকট আত্মীয় স্বজনকে নানা গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব এক গোষ্ঠীর হাতে আনা । ইতিহাসে যা নূ রজাহান জুন্টা বা নূরজাহান চক্র নামে প্রসিদ্ধি লাভ করেছে । মুঘল ভারতের ইতিহাসে জাহাঙ্গী রে র সঙ্গে নূ রজাহানের ...