মেইজি পুনঃপ্রতিষ্ঠার পরবর্তী যুগে জাপানি রাষ্ট্র যে সমস্ত সংস্কার সাধন করেছিল তার মধ্যে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক সংস্কার । মেইজি নেতৃবৃন্দ উপলব্ধি করেছিলেন যে , বিদেশী আ গ্রাসন প্রতি রোধ করতে হলে পাশ্চাত্য শক্তিগুলির মত সমক্ষমতা অর্জন ক রা প্রয়োজন এবং জাপানের সঙ্গে পশ্চিমে দেশগুলির স্বাক্ষরিত অসম চুক্তিগুলি বিলোপ সাধন ঘটা তে হবে। পশ্চিমী শক্তিগুলির সঙ্গে জাপানকে সমকক্ষ করে তুলতে গেলে অবশ্যই আর্থিক ও প্র যুক্তিগত দিক থেকে শক্তিশালী ও উন্নত হয়ে উঠতে হবে । তাকাহাসির মতে এই সংস্কারগুলি আধুনিক পুঁজিবাদী অর্থনীতি গড়ে তোলার পথ পরিষ্কার করেছিল । জি . সি . অ্যালেন জাপানের অর্থনৈতিক ইতিহাস আলোচনা প্রসঙ্গে বলেছেন যে , জাপানের অর্থনৈতিক অবক্ষয় টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন অনিবার্য করে তুলেছিল । ফলে মেইজি শাসকরা অর্থনৈতিক সংস্কারের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের উপর জোর দিয়েছিল । সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থার অবসানের সূত্রধরে সরকারকে সামুরাই শ্রেণীর যে বিদ্রোহের মোকাবিলা করতে হয়েছিল তা তে মেইজি আর্থিক ব্যবস্থা অনেকটা বিপর্যস্...