শামসুদ্দিন ইলতু ৎ মি স ছিলেন ইলবা রী তুর্কি গোষ্ঠীর ক্রীতদাস। অল্প বয়সে তাঁ রা ভ্রাতারা ঈর্ষাবশত ক্রীতদাস হিসেবে দাস ব্যবসায়ীদের কাছে বিক্র য় করে দেন এবং কুতুবউদ্দিন আইবক তাঁ কে ক্রয় করেন । স্বীয় যোগ্যতায় এবং কর্মদক্ষতায় তিনি কালক্রমে কুতুবুদ্দিনের প্রিয়পাত্রে পরিণত হয় এবং বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন । কুতুবুদ্দিনের মৃত্যুর পর দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে সংকটের সূচনা হয়েছিল সেই দুর্দিন থেকে সুলতানি সাম্রাজ্যকে রক্ষার উদ্দেশ্যে আরাম শাহ নামে কুতুবুদ্দিনের পুত্রকে সুলতান বলে ঘোষণা করেন । কিন্তু তিনি রাজ্য শাসন করার ক্ষেত্রে উপযুক্ত ছিলেন না । এইরূপ অবস্থায় দিল্লির আমির ওমরাহগন ইলতুৎমিসকে সিংহাসনে আরোহনের জন্য আ হ্বা ন করেন । সেই আ হ্বা নে সাড়া দিয়ে আরাম শাহকে যুদ্ধে পরাজিত করে ১২১১ খ্রিস্টাব্দে ইলতুৎমিস দিল্লির সিংহাসনে আরোহন করেন । সিংহাসন লাভের সাথে সাথে ইলতুৎমিসকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল । এই সংকটময় পরিস্থিতির মধ্যে প্রথমত দিল্লির সাংবিধানিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল । গজনীর সুলতান মহম্মদ ঘুরীর প্রতিনিধি হিসেবে ...