সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দিল্লি সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিসের অবদান

    শামসুদ্দিন ইলতু ৎ মি স ছিলেন ইলবা রী তুর্কি গোষ্ঠীর ক্রীতদাস। অল্প বয়সে তাঁ রা ভ্রাতারা ঈর্ষাবশত ক্রীতদাস হিসেবে দাস ব্যবসায়ীদের কাছে বিক্র য় করে দেন এবং কুতুবউদ্দিন আইবক তাঁ কে ক্রয় করেন । স্বীয় যোগ্যতায় এবং কর্মদক্ষতায় তিনি কালক্রমে কুতুবুদ্দিনের প্রিয়পাত্রে পরিণত হয় এবং বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন । কুতুবুদ্দিনের মৃত্যুর পর দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে সংকটের সূচনা হয়েছিল সেই দুর্দিন থেকে সুলতানি সাম্রাজ্যকে রক্ষার উদ্দেশ্যে আরাম শাহ নামে কুতুবুদ্দিনের পুত্রকে সুলতান বলে ঘোষণা করেন । কিন্তু তিনি রাজ্য শাসন করার ক্ষেত্রে উপযুক্ত ছিলেন না । এইরূপ অবস্থায় দিল্লির আমির ওমরাহগন ইলতুৎমিসকে সিংহাসনে আরোহনের জন্য আ হ্বা ন করেন । সেই আ হ্বা নে সাড়া দিয়ে আরাম শাহকে যুদ্ধে পরাজিত করে ১২১১ খ্রিস্টাব্দে ইলতুৎমিস দিল্লির সিংহাসনে আরোহন করেন ।   সিংহাসন লাভের সাথে সাথে ইলতুৎমিসকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল । এই সংকটময় পরিস্থিতির মধ্যে প্রথমত দিল্লির সাংবিধানিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল । গজনীর সুলতান মহম্মদ ঘুরীর প্রতিনিধি হিসেবে ...

স্পেনের ভৌগোলিক আবিষ্কার ও উপনিবেশীকরন

পঞ্চদশ শতকে পর্তুগালের মত স্পেনও ছিল ইউরোপের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি দেশ । স্পেন মূলত পশ্চিম দিকে ভূখণ্ডগুলোর অনুসন্ধানের পথে অগ্রসর হয়েছিল । মধ্যযুগের সময়কাল থেকে ইউরোপীয়দের মধ্যে গভীর আগ্রহ ছিল আটলান্টিকের অপর পারে কি আছে তা জানার । অনেকগুলো অভিযান হয়েছিল তা পরিণতি লাভ করে কলম্বাসের অভিযানে ।   চৌদ্দশতকে কাসতিল , আরাগণ এবং নাভার প্রভৃতি রাজ্য নিয়ে এক নেতৃত্তের অধীনে সংযুক্ত হয়ে স্পেন জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে । মুরদের অধিকৃত স্থান হিসেবে গ্রানা দা স্বীকৃতি পায় । ১৪৯২ খ্রিস্টাব্দে স্পেন গ্রানাদা জয় করে মুর বা মুসলমানদের পরাজিত করে । কতগুলো বিষয় স্পেনকে সামুদ্রিক অভিযানে উত্সাহ জুগিয়ে ছিল । যথা নাগরিকদের অপরিসীম ইচ্ছা , রাজতন্ত্রের পৃষ্ঠপোষকতা , আইবেরীয় উপদ্বীপের শক্তি হিসেবে cortile, Aragon এবং Navarre এই তিনটি প্রদেশ একত্র হয়ে স্পেনের শক্তি বাড়ায় , অর্থের দিক থেকে স্পেন অনেক ধনবান ছিল , এবং রপ্তানিযোগ্য জিনিসের প্রাচুর্যতা ছিল । স্পেনীয়রা তিনটি অঞ্চলে প্রাধান্য বিস্তার করেছিল , এরমধ্যে আমেরিকা স হ ক্যা রিবিয়ান দ্ব...