ষষ্ঠ শতকে হুন দে র অপসারণের পর থেকে প্রায় দেড়শত বছর ভারতবর্ষ বৈদেশিক আক্রম ণে র বিপদ থেকে মুক্ত ছিল । কিন্তু খ্রিস্টীয় সপ্তম শতকে ভারতের একটি অংশ সিন্ধুদেশে আরবদের আক্রমণের ফলে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের চেহারার প্রকাশ ঘটে । যার ফলে আরবরা সিন্ধু জয় করে । ভারতে মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল , তবে আরবদের সিন্ধু বিজয়ের ফল কি হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকরা দ্বিধাবিভক্ত । একশ্রেণীর পণ্ডিতদের মতে আরবদের সিন্ধু বিজয়ের উল্লেখযোগ্য কোনো প্রভাব ভারতে পড়েনি । অপরদিকে যাঁ রা আছেন তাঁ দের মতে আরবদের সিন্ধু বিজয় কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল । অতএব দুটি দৃষ্টিকোণ থেকে আরবদের সিন্ধু বিজয়ের বিষয়টিকে বিশ্লেষণ করা খুবই প্রয়োজন । যথা - রাজনৈতিক ও সাহিত্যিক তথা সাংস্কৃতিক দিক । রাজনৈতিক দিক থেকে আরবদের সিন্ধু বিজয়ের ফলাফলকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এই অভিযানের বিশেষ কোনো প্রভাব ভারতে ছিল না । ঐতিহাসিক লেনপুল বলেছেন যে , এই অভিযান ছিল ইসলামের একটি নিষ্ফল বিজয় কাহিনী মাত্র । স্যার উলসলে হেগেল অনুরূপ বক্তব্য প...