প্রাচীন জাতি বর্ণগত বৈষম্যের মধ্যে সমাজ প্রতিনিয়ত নানা বাধা বিপত্তির মধ্য শ্রেণিগত ঘটেছে ও ঘটে চলেছেন । এই বৈষম্য ভিত্তিক সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া এবং জাতি গত দিক থেকে নিম্ন বর্ণের মানুষ নিজেদের দাবি-দাওয়া , অধিকার আদায়ের জন্য আন্দোলনে শামিল হয়েছেন। তাদের এই প্রচেষ্টা পরবর্তী সময়ে ঔপনিবেশিক যুগে ভারত তথা বিশ্বের অন্যান্য দেশে আন্দোলনের সূচনা ঘটেছে । আফ্রিকার আমেরিকার কৃষ্ণাঙ্গদের সামাজিক সা ধী কারের দাবিতে কয়েক শতাব্দী ধরে রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছে । বহু ক্ষেত্রে সাফল্য ঘটেছে আবার অনেক ক্ষেত্রে ব্যর্থতা এসেছে। । অনেক অত্যাচার , নিপীড়ন , নিগ্রহের শিকার হয়েছে কৃষ্ণাঙ্গরা , অনেকের প্রাণহানি ও ঘটেছে। আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগ্রামের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে , ১৮৫৭ খ্রিস্টাব্দে ড্রেট স্কট প্রথম কৃষ্ণাঙ্গ যিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার জন্য আবেদন করেছিল । কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্ট ড্রেট স্কট এর আবেদনের ভিত্তিতে ঘোষণা করে যে , আফ্রিকার বংশোদ্ভুত কোন ব্যক্তির আমেরিকার নাগরিকত্বের অধিকার নেই , ফলে স্বাধীনতা পাবে না । ড্রেট স্কটের স...