সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুলতানি আমলে উত্তর-পশ্চিম সীমান্ত সমস্যা

সাধারণভাবে ভারতবর্ষ তার তিন দিকেই স্বাভাবিক প্রাকৃতিক নিরাপত্তা দ্বারা বেষ্টিত । কিন্তু উত্তর-পশ্চিমে অবস্থিত কয়েকটি গিরিপথ প্রাচীনকাল থেকেই ভারতের শান্তি ও স্থায়ী নিরাপত্তার পথে বাধাদান করেছে। প্রাচীনকালে শক - হূন প্রভৃতি জাতি উত্তর পশ্চিমের সীমান্ত পথে ভারত আক্রমণ করে এদেশে প্রবেশ করেছে এবং কালক্রমে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অংশ হিসেবে মিশে গেছে । কাবুল , গজনী ও কান্দাহার অঞ্চল উত্তর-পশ্চিম সীমান্ত পথ ধরে ভারতে ঢোকার পথ নিয়ন্ত্রণ করত । সেই কারণে তুর্কি অনুপ্রবেশকারীরা খুব সহজে ভারতের সীমান্ত দেশ দখল করতে সক্ষম হয়েছিল। আবার এই কারণে ই বিচক্ষণ ব্রিটিশ শাসকেরা ভারতে ক্ষমতা দখলের পর কাবুল - কান্দাহার - গজনী লাইনকে ‘ ভারতের বিভাজন সম্মত সীমানা ’ বলেই গ্রহণ করেছেন । যাইহোক দিল্লি সুলতানরা ( তুর্কো আফগান শাসকেরা ) এই সীমান্ত পথের গুরুত্ব ও সমস্যা দুইই উপলব্ধি করতে পেরেছিলেন। তাই প্রথম থেকেই দিল্লির সুলতানের এই সীমান্ত পথকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়াসী ছিলেন । মহম্মদ ঘুরী গজনী ও সন্নিহিত অঞ্চল থেকে ভারতের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন । স্বভাবতই উত্তর-পশ্চিমের গিরিপথ দিয়ে ঘুরী...