সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইংল্যান্ডের ইতিহাসে ১১ বছরের স্বৈরাচার

  ইংল্যান্ডের ইতিহাসে ১১ বছরের স্বৈরাচার বলতে কী বোঝো ?   ১৬২৫ খ্রিস্টাব্দে প্রথম জেমসের মৃত্যুর পর প্রথম চার্লস সিংহাসনে বসেন । তাঁ র পিতার আমলের মতো তাঁ র সময়েও পার্লামেন্টের সঙ্গে রাজার বিরোধ দেখা দেয় এবং ১৬২৫ খ্রিস্টাব্দ থেকে ১৬২৯ খ্রিস্টাব্দ এর মধ্যে এই বিরোধ তু ঙ্গে ওঠে । তিনি তিনবার পার্লামেন্ট ডেকে ভেঙে দেন এবং এ র পর ১৬২৯ থেকে ১৬৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ১১ বছর পার্লামেন্ট না ডেকে স্বৈরতান্ত্রিক শাসন শুরু করেন । প্রথম চার্লসের শাসনকালের এই ১১ বছর ইংল্যান্ডের ইতিহাসে ১১ বছরের সৈরতন্ত্র নামে পরিচিত । ১৬২৯ খ্রিস্টাব্দে মার্চ মাসে পার্লামেন্টের অধিবেশন ভেঙে দেবার পর চার্লস পার্লামেন্ট ছাড়াই শাসন পরিচালনা শুরু করেন । তিনি দেশের যাবতীয় বিষয় পার্লামেন্টের এক্তিয়ার থেকে নিজ হস্তে গ্রহণ করেন । এই দীর্ঘ ১১ বছরে পার্লামেন্ট হীন শাসনকালে তিনি বিভিন্ন পদ্ধতিতে অর্থ সংগ্রহের চেষ্টা করেন । চার্চের ওপর নিজে নিয়ন্ত্রণ কায়েম করার কথা ভাবেন এবং তাঁ র আদেশ অমান্যকারীদের তীব্র শাস্তি দিতে প্রস্তুত হন । রাজার এই স্বৈরাচারী শাসনের মূল স্তম্ভ হয়ে উঠেছিল প্রিভি কাউন্স...