১৫১৭ খ্রিস্টাব্দে মার্টিন লুথার যে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন তাঁ কে অনুসরণ করে পরবর্তী সময়ে সংস্কার আন্দোলনের ধারা অব্যাহত ছিল । এই সংস্কারকদের মধ্যে একজন ছিলেন জন ক্যালভিন । ফ্রান্সের প্যারিস শহরের উত্তর পূর্বে ন য়ঁ নামক অঞ্চলে একটি উচ্চবিত্ত পরিবারের ১৫০৯ খ্রিস্টাব্দে জ ন ক্যালভিন জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন একজন আইনজীবী এবং স্থানীয় বিশপের বিষয়-আশয় দেখাশুনা করতেন । মাতা ছিলেন একজন ধার্মিক ব্যক্তিত্ব । ১৫২৩ খ্রিস্টাব্দে ক্যালভিন প্যারিসে স্কুলে যোগদান করেন এবং ঐ খানে মন্টেগু কলেজে পড়াশোনা শুরু করেন । তবে ওই কলেজে পড়াশোনা করার সময় ক্যালভিন ল্যাটিন সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন । ১৫২৩ খ্রিস্টাব্দের মধ্যে তিনি আইনজীবী হিসাবে উত্তীর্ণ হন কিন্তু সেই বছরই তাঁ র মধ্যে এক আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এবং তিনি ধর্মীয় জীবন যাপন করতে মনস্থির করেন । প্রতিষ্ঠিত ক্যাথলিক ধর্মের প্রতি তিনি স ন্ধি হান হয়ে পড়েন ।তবে প্রতিষ্ঠিত ক্যাথলিক চার্চের সমালোচকদের পক্ষে তখন ফ্রান্সে নিরাপদ ছিল না । ১৫৩৩ খ্রিস্টাব্দে প্রোটেস্ট্যান্টদের সান্নিধ্যে আসায় ...