সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্যালভিনপন্থী ধর্মসংস্কার আন্দোলন

    ১৫১৭ খ্রিস্টাব্দে মার্টিন লুথার যে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন তাঁ কে অনুসরণ করে পরবর্তী সময়ে সংস্কার আন্দোলনের ধারা অব্যাহত ছিল । এই সংস্কারকদের মধ্যে একজন ছিলেন জন ক্যালভিন । ফ্রান্সের প্যারিস শহরের উত্তর পূর্বে   ন য়ঁ নামক অঞ্চলে একটি উচ্চবিত্ত পরিবারের ১৫০৯ খ্রিস্টাব্দে জ ন ক্যালভিন জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন একজন আইনজীবী এবং স্থানীয় বিশপের বিষয়-আশয় দেখাশুনা করতেন । মাতা ছিলেন একজন ধার্মিক ব্যক্তিত্ব । ১৫২৩ খ্রিস্টাব্দে ক্যালভিন প্যারিসে স্কুলে যোগদান করেন এবং ঐ খানে মন্টেগু কলেজে পড়াশোনা শুরু করেন । তবে ওই কলেজে পড়াশোনা করার সময় ক্যালভিন ল্যাটিন সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন । ১৫২৩ খ্রিস্টাব্দের মধ্যে তিনি আইনজীবী হিসাবে উত্তীর্ণ হন কিন্তু সেই বছরই তাঁ র মধ্যে এক আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এবং তিনি ধর্মীয় জীবন যাপন করতে মনস্থির করেন । প্রতিষ্ঠিত ক্যাথলিক ধর্মের প্রতি তিনি স ন্ধি হান হয়ে পড়েন ।তবে প্রতিষ্ঠিত ক্যাথলিক চার্চের সমালোচকদের পক্ষে তখন ফ্রান্সে নিরাপদ ছিল না । ১৫৩৩ খ্রিস্টাব্দে প্রোটেস্ট্যান্টদের সান্নিধ্যে আসায় ...