সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ত্রিশক্তি দ্বন্দ্ব

  প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে বর্তমান উত্তরপ্রদেশের ফা রু দাবাদ জেলায় অবস্থিত মহোদয় বা কনৌজ একদা সাম্রাজ্যবাদের আস ন ও প্রতী কে পরিণত হয়েছিল । হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ রাজনৈতিক আধিপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। হর্ষবর্ধন কনৌজে রাজধানী স্থাপন করলে তার রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেতে শুরু করে । পরে মালবের মৌখরী বংশীয় জনৈক যশোবর্মনের আমলে গুরুত্ব ও মর্যাদা বিশেষভাবে বৃদ্ধি পায় । চীনদেশীয় সূত্র থেকে জানা যায় যে তিনি সম্ভবত আরবদের আক্রমণ থেকে কনৌজকে রক্ষা করেছিলেন । অষ্টম ও নবম শতকে কনৌজের রাজনৈতিক গুরুত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় । অষ্টম শতকে ভারতীয় রাজাদের এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে কনৌজ অধিকার সে সার্বভৌম সম্রাটের স্বীকৃতি পাবে। এই ধারনা থেকে বাংলার পাল বংশ, রাজপুতানার প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের রাজারা প্রায় দুইশত বছর ধরে কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল।     কনৌজের গুরুত্ব বৃদ্ধির পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ বিদ্যমান ছিল । মৌর্য ও গুপ্ত যুগের রাষ্ট্রীয় আদর্শ ছিল সর্বভারতের সম্রাট অর্থাৎ ' একরাট ' হওয...

চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা

  চোলরা ছিল প্রাচীনজা তী, মহাভারতের চোলদের উল্লেখ আমরা দেখতে পাই । খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে অশোকের শিলালিপি, গ্রিক ও রোমান ঐতিহাসিকদের রচনায় চোলদের নামের উল্লেখ রয়েছে । চোলরা আদিতে শক্তিশালী হলেও চালুক্য পল্লব ও রাষ্ট্র কূটদের আগ্রাসনের ফলে তারা দীর্ঘকাল হী ন বল হয়ে পড়ে এবং নবম খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে চোল শক্তির পুনরায় অভ্যুত্থান ঘটে । প্রায় শতাব্দীকাল ধরে চোলরা তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে তাদের রাজ্য ও সভ্যতার প্রতিষ্ঠা করে। দাক্ষিণাত্যের চালুক্য রাষ্ট্রকূট রাষ্ট্র বিন্যাসের সঙ্গে সঙ্গে চোলদের রাষ্ট্রবি ন্যা নের মৌলিক পার্থক্য ছিল । চোলদের রাষ্ট্রবিনাশী শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সামঞ্জস্যের রূপটিও পরিস্ফুট করেছিল । দক্ষিণ ভারতের লেখ ও অসংখ্য শিলালিপি এই স্বয়ং শাসিত সংস্থাগুলির কার্যাবলীর উপর আলোকপাত করেছে। চোল সাম্রাজ্যের সমগ্র প্রশাসনিক কাঠামো ই বিভিন্ন পর্যায়ে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা ভিত্তিতে গড়ে উঠেছিল ।     কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় সঙ্গম যুগের মতও চোল আমলে রাজতন্ত্র প্রচলিত ছিল । তবে ...