খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের শেষে এবং দ্বিতীয় সহস্রা ব্দে র প্রথমদিকে নগ রাশ্রয়ী হরপ্পা সভ্যতার যুগে স্থলপথে তথা সমুদ্রপথে বৈদেশিক এবং অভ্যন্তরীণ বাণি জ্যের যে সমৃদ্ধি ঘটেছিল ১৭৫০ খ্রিষ্ট পূর্বাব্দ নাগাদ ওই সভ্যতার পতনের পর তা সম্পূর্ণ ভাবেই বিনষ্ট হয় । ১৭৫০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্ট পূর্বাব্দে র মধ্যবর্তীকালীন সময়ে বাণিজ্য সেভাবে না চললেও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পর থেকে বৌদ্ধ ধর্মের তত্ত্বাবধানেই কৃষি উদ্বৃত্তকে ব্যবহার করে সুসংগঠিত রাজশক্তির তত্ত্বাবধানে পুনরায় বাণি জ্যের বিকাশ ঘ ট তে থাকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সাম্রাজ্যিক শক্তি হিসেবে মৌর্য রাজবংশের উত্থানে বিশেষত সম্রাট অশোকের রাজত্বকাল থেকেই সমুদ্রপথে ও স্থলপথে বহির্বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়তে থাকে । মৌর্যদের রাজনৈতিক তত্ত্বাবধানে ভারতের বৈদেশিক বাণিজ্যের যে সূত্রপাত ঘটে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দি থেকে দাক্ষিণাত্যে সাতবাহন , গুজরাট ও নিম্ন সিন্ধু অঞ্চলের শ ক -ক্ষত্রপ এবং উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে কুষাণদের রাজনৈতিক ক্রিয়াকলাপে তা দ্রুত গতিতে সমৃদ্ধি লাভ করতে থাকে । স্থলপথে এবং...